• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল কালিজিরায় বালু ভরাট করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে, আহত- ৮ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪, ২১:১৪ অপরাহ্ণ
বরিশাল কালিজিরায় বালু ভরাট করাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে, আহত- ৮ 

একুশের চোখ রিপোর্ট: বরিশাল সদর ২৬ নং ওয়ার্ড কালিজিরা এলাকায় বালু ভরাট করাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল নেতা সহ ৮ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলো, ২৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক হাওলাদার, ওয়ার্ড যুবদল সভাপতি জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রাকিব, ছাত্রদলের সহ-সভাপতি শাওন, ছাত্রদল নেতা মুবিন খান, অপর গ্রুপের মাসুদ খান, হিমেল ও হিরন।আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর ২৬ নং ওয়ার্ড বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। যুবদল নেতা মাসুদ খানসহ তার সহযোগীদের বিরুদ্ধ অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম কর্মকান্ড চালিয়ে আসছে। এহেন কর্মকান্ড বন্ধ করতে কালিজিরা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহানগর বিএনপিকে অবহিত করেন। এছাড়া মাসুদ খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করার বিরুদ্ধে বরিশাল সিটি কর্পোরেশনে অভিযোগ দেয়া হয়েছে বলে একটি সূত্রে জানান।এদের কর্মকাণ্ডে বিএনপি’র সক্রিয় নেতারা প্রতিবাদ করলে তাতে মাসুদ গং আরো ক্ষিপ্ত হয়ে যায়। তবে মাসুদ ও তার সহযোগীদের নেতৃত্ব দিচ্ছে সাবেক কাউন্সিলর এবং বিএনপি’র বহিষ্কারকৃত নেতা ফরিদ উদ্দিন।সম্প্রতি ওয়ার্ড যুবদল সভাপতি জিয়াউর রহমান কালিজিরা এলাকায় একখণ্ড জমিতে বালু ভরাট করে। আর এই বালু ভরাট করাকে কেন্দ্র করে মাসুদ গং বিরোধিতা করেন। এটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়।একপর্যায়ে মাসুদ, ইলিয়াস, কামরুল, ছাত্রদল সভাপতি নুর আলম সহ একদল সহযোগী অতর্কিতভাবে জিয়াউর রহমানের উপরে হামলা চালায়। এ সময় জিয়াউর রহমানের সমর্থকরা তাকে বাঁচাতে আসলে ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক আব্দুল খালেক, রাকিব খান,শাওন, ও মুমিন আহত হয়। অপর পক্ষের মাসুদ, হিমেল হিরন ও আহত- হয়। এদের মধ্যে মাসুদ, হিরণ হিমেল হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল হালিম মৃধা জানান, দীর্ঘদিন ধরে মাসুদ ও তার সহযোগীরা অবৈধভাবে বালু উত্তোলন করে। তাছাড়া এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এদের সাথে যুবদল সভাপতি জিয়াউর রহমানের অভ্যন্তরীণ কোন্দল হয়। ৩-৪ দিন ধরে জিয়াউর তার এক আত্মীয়ের জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাট করে। এতে মাসুদ গং বালু ভরটে বাধা সৃষ্টি করে। আর এটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন....