• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ সাইফুলকে পিটিয়ে নাকের চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
লালমোহনে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ সাইফুলকে পিটিয়ে নাকের চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ

লালমোহনে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ সাইফুলকে পিটিয়ে নাকের চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ

ভোলার লালমোহন উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলাম নামে এক বৃদ্ধকে পিটিয়ে নাকের চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দুপুর একটার দিকে চতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধ সাইফুল ওই এলাকার মৃত নিজামুল হাওলাদারের ছেলে। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও তার পরিবারদের সাথে প্রতিবেশী নরুল হকের ছেলে জহিরের পূর্ব শত্রুতা রয়েছে। এরই জেরে ঘটনার দিন বুধবার দুপুরে হত্যার চেষ্টায় পরিকল্পিতভাবে সাইফুলকে হামলা চালিয়ে তার নাকের চারা ভেঙ্গে দেয় জহির।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....