বরিশাল শায়েস্তাবাদে স্কুল ছাত্রকে মটর সাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে পূর্ব শত্রুতার জের ধরে মুমিন নামে (১১) এক স্কুল ছাত্র কে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এমনকি মুমিনকে হসপিটালে নেওয়ার সময় মুমিনের চাচাতো ভাই বেলাল হোসেন কে অটো গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন, এমনকি মুমিনের মাকেও হামলা চালিয়ে তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে ১৫ জানুয়ারি মঙ্গলবার চুরামন গ্রামে।স্থানীয় ও পরিবারের লোকজন হামলাকারীদের হাত থেকে রক্ষা করে আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মুমিন ওই এলাকার মোকলেছ হাওলাদারের ছেলে ও রামকাটি মাধ্যমিক বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। মুমিনের চাচাতো ভাই বেলাল একই এলাকার মোসলেম হালদারের ছেলে।
হামলার আঘাতে মুমিনের দুই পা ভেঙ্গে যায় এবং বেলালের আঘাতে মাথা এবং কপালে মারাত্মক জখম হয়।
আহত বেলালের বাবা মোসলেম জানান, দীর্ঘদিন ধরে মোসলেম হাওলাদার গং দের সাথে একই এলাকার বয়াতি গংদের পূর্ব শত্রুতা চলে আসছে। এরই জেরে ঘটনার দিন মঙ্গলবার দুপুর ২ টার দিকে মোকলেসের ছেলে মুমিন স্কুল ছুটির শেষে বাড়িতে আসার পথে আফতাব আলী হাওলাদার বাড়ির সামনে হঠাৎ তাকে মোটরসাইকেল দিয়ে চাপা দেয় একই এলাকার মতলেব বয়াতির ছেলে রবিউল সহ তার সহযোগীরা। দ্বিতীয় দফায় আধা কিলো দূরে অর্থাৎ বয়াতি বাড়ির সামনে মমিনকে অটো গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময়
গাড়ি থামিয়ে চাচাতো ভাই বেলালকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন শানু, সৌরভ, রবিউল, জিয়া, মাহবুব সহ ১৫-২০ জন সহযোগী।
এদিকে ঘটনা ভিন্ন দিকে সাজাতে প্রতিপক্ষকে ফাঁসাতে উল্টা নাটক সাজিয়ে রবিউল হাসপাতালে ভর্তি হয়।