• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় জমি বিরোধের জেরে বউ ও শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১৩:৫৫ অপরাহ্ণ
কলাপাড়ায় জমি বিরোধের জেরে বউ ও শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ 

কলাপাড়ায় জমি বিরোধের জেরে বউ ও শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ

কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামে জমি বিরোধের জের ধরে বউ ও শাশুড়িকে হত্যার চেষ্টা কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার মুসা হাওলাদারের স্ত্রী হাবিবা ও হাবিবার শাশুড়ি ফিরোজা বেগম।

বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাবিবার স্বামীর পৈত্রিক জমি নিয়ে প্রতিবেশী মনির ফকির ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
এরই জেরে, ঘটনার দিন বিকাল ও রাত সাড়ে সাতটার দিকে হাবিবা ও তার শাশুড়ি ফিরোজা কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন মনির, জাকারিয়া সহ অজ্ঞাত নামা ১৫-২০ জন সহযোগী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....