• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে সম্পত্তি দখল করতে ছোট ভাইকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখমের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ২২:৩৮ অপরাহ্ণ
রাজাপুরে সম্পত্তি দখল করতে ছোট ভাইকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখমের অভিযোগ 

Oplus_131072

রাজাপুরে সম্পত্তি দখল করতে ছোট ভাইকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখমের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখল করতে হত্যার চেষ্টায় ছোট ভাইকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি করার করার অভিযোগ পাওয়া গেছে বড় ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুর ২ নং টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের মধ্যে গুরুতর ইসমাইল হোসেন মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মিলন ওই এলাকার মৃত এসাহাকের ছেলে ও একজন দিনমজুর। অভিযুক্তরা হলো, আহত ইসমাইল হোসেন মিলনের বড় ভাই সোহাগ এবং সোহাগের ছেলে রাতুল।

 

আহত মিলন জানান, দীর্ঘদিন ধরে মিলনের পৈতৃক ওয়ারিশ জমি নিয়ে বড় ভাই সোহাগ ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।

ছোট ভাইয়ের জমি দখল করতে প্রায় সময় মরিয়া হয়ে ওঠে বড় ভাই সোহাগ। বিষয়টি নিয়ে মিলনের পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসন কে জানালে প্রতিপক্ষ ভাই সোহাগ আরও ক্ষিপ্ত হয়ে যায়।

এরই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার দুপুর ২ টার দিকে বড় ভাই সোহাগ ও ভাতিজা রাতুলসহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় ইসমাইল হোসেন মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্বামীকে বাঁচাতে স্ত্রী আসমা আসলে তাকেও মারধর সহ শ্লীলতাহানির চেষ্টা চালায় সোহাগ। পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মিলনকে হাসপাতালে ভর্তি করেন।এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন....