• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রবাসী ও তার পরিবারকে ১০ দিনের মাথায় দুটি মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ২৩:১১ অপরাহ্ণ
বরিশালে প্রবাসী ও তার পরিবারকে ১০ দিনের মাথায় দুটি মামলা দিয়ে হয়রানির অভিযোগ

Oplus_131072

বরিশাল বিএম কলেজ রোড এলাকায় এক প্রবাসীর পরিবারকে দফায় দফায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে আ,লীগ নেতা মুস্তাফিজুর রহমান খান লিপ্টন ও তার সহযোগীদের বিরুদ্ধে । এই লিপ্টন ফ্যাসিস্ট সরকারের আমলে বরিশাল সদর রোড অনামিলেন বিএনপির অফিস ভাঙচুর মামলার এজহারভুক্ত আসামি।

ভুক্তভোগী প্রবাসী গোলাম হাসিব এরশাদ জানান, ২০নং ওয়ার্ড বিএম কলেজ রোড কালমেঘা লজ গলির ভিতর অবৈধভাবে পাচফিট রাস্তায় ছয় তলা বিল্ডিং এর নির্মাণ করে মৃত আজিজুর রহমান খানের ছেলে মোস্তাফিজুর রহমান খান লিপটনের ভাই এমদাদুর রহমান খান রিপন। নিয়ম বহির্ভূতভাবে কাজ করা হলে আমার বড় ভাই গোলাম দস্তগীর মুরাদ উচ্চ আদালতে রিট করে। বিজ্ঞ আদালত অনিয়মের প্রমাণিত পেয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে নিষেধাজ্ঞা জারি করেন। এ নিয়ে প্রায় সময় এমদাদুল হক রিপনের ভাই আ, লীগ নেতা লিপ্টন ও তার সহযোগীরাএরশাদ ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়।

গত ৩ জানুয়ারি আমাদের পার্শ্ববর্তী এক বিধবার বাউন্ডারির সীমানা মাপার সময় উপর থেকে দুটি ইট পড়ে। এটাকে নিয়ে বিধবা ও তার ছেলেকে হত্যার চেষ্টায় হামলা চালায় লিপ্টন তার ভাই এমদাদুল হক রিপন, ভগ্নিপতি মনিরুজ্জামান তাদের সহযোগী জাকির বাপ্পি সহ অজ্ঞাত কয়েকজন।

সেই ঘটনাকে কেন্দ্র করে অদৃশ্যভাবে এরশাদ ও তার ভাই গোলাম দস্তগীর মুরাদ এবং গোলাম সাদেক ফরহাদকে একটি মিথ্যা মামলা দেয়া হয়। ওই মামলায় গোলাম দস্তগীর মুরাদ এখনও জেল হাজতে রয়েছে এবং বাকিরা জামিনে বের হয়। এভাবে গত ১৫ ই জানুয়ারি কোতোয়ালি থানায় এরশাদসহ তিন ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করে।ভুক্তভোগীরা আরও জানান, পরপর ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে দশ দিনের মাথায় দুটি মিথ্যা মামলায় আমাদেরকে আসামি করা হয়েছে। প্রশাসন জেন সুস্থ তদন্ত করে প্রকৃত সত্য ঘটনা যেন উদঘাটন করে এটাই আমাদের

দাবি।

 

সংবাদটি শেয়ার করুন....