• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
নলছিটিতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা!

Oplus_131072

জমি থেকে উৎখাতের পায়তারা কে কেন্দ্র করে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুসঙ্গলের ফয়রা গ্রামে জ্যা ও তার পরিবারের হামলায় স্বামী ও স্ত্রী জখমের অভিযোগ পাওয়া গেছে। এসময় তারা হামলা চালিয়ে স্বর্নের চেইন, কানের দুল, ও একটি আংটি ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) বেলা ১১ টায় ফয়রা গ্রামের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ফয়রা গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদার ও তার স্ত্রী সুমি বেগম। আহতদের মধ্যে সুমি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

 

আহত সুমি বলেন, আমার স্বামী হানিফ হাওলাদার ও দেবর রুহুল আমিন একসাথে দালান নির্মাণ করে। দীর্ঘদিন ধরে একসাথে পরিবার নিয়ে বসবাস করে আসছি। কিন্তু ওই দালান থেকে আমাদেরকে

উৎখাতের চেষ্টা করে আসছে ভাসুর ইউনুস, তার স্ত্রী রেহেনা ও দেবর রুহুল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে আমার সাথে রেহেনা, নাসরিন, ও মাহফুজার কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুহুল হাওলাদারের নির্দেশে ইউনুস হাওলাদার স্ত্রী রেহেনা, মেয়ে মাহফুজা, জ্যা নাসরিন ও শুক্কুর সহ অজ্ঞাত আরো ৮-১০ জন হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে আমার স্বামী আমাকে উদ্ধার করতে ঘটনাস্থলে আসলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা আমাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকর।

 

এ ব্যাপারে হানিফ বলেন, ইউনুসের স্ত্রী রেহানার সাথে রুহুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছে। ফলে রুহুলের নির্দেশে এ ঘটনা ঘটেছে। সুমি ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা

করেছেন।

সংবাদটি শেয়ার করুন....