• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় জমি বিরোধের জের ধরে মা ও ছেলে সহ তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় জমি বিরোধের জের ধরে মা ও ছেলে সহ তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি বিরোধের জের ধরে মা ও ছেলে সহ তিনজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।১৮ই জানুয়ারি শনিবার দুপুর বারোটার দিকে দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হল ওই এলাকার মুসলিম হালদারের স্ত্রী আলেয়া বেগম, ছেলে ইয়াকুব এবং ভাতিজা আব্দুর রহিম। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোসলেম হাওলাদারের জমি জমা নিয়ে তার ভাই মৃত চান মিয়ার ছেলে সেলিম ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। ঘটনার দিন শনিবার দুপুরে জমি নিয়ে আলেয়া বেগম ও তার পরিবারদের সাথে দ্বন্দ্ব হয়। এরই জেরে আলেয়া ও তার ছেলে ইয়াকুব এবং আব্দুর রহিমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন সেলিম ও তার স্ত্রী শিল্পী ছেলে বাবু মেয়ে রেহানা সহ ৫-৬ জন সন্ত্রাসী। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল মেডিকেল রেফার করা হয়।

এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....