• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত কবির হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ০০:০২ পূর্বাহ্ণ
বরিশাল কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত কবির হাসপাতালে

বরিশাল কাউনিয়া থানা দিন ৩ নং ওয়ার্ড পুরানপাড়া এলাকায় জমি দখল করতে কবির হোসেন নামে এক যুবককে হত্যার চেষ্টায় কুপিয়ে তার বাম হাতের আঙ্গুল কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া তার ডান হাতের আঙ্গুলে রড দিয়ে পিটিয়ে ভেঙ্গেও দেওয়া হয়।

১৯ জানুয়ারি রবিবার দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত কবির কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কবির হোসেন ওই এলাকার নুরুজ্জামান হাওলাদারের ছেলে ও একজন গ্লাস মিস্ত্রি।

আহত কবির জানান, দীর্ঘদিন ধরে কবির ও তার পরিবারদের সাথে প্রতিবেশী হাবিবুর রহমান ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। কবিরদের জমি হাবিব ও তার সহযোগীরা জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়। ঘটনার দিন দুপুরে জমি দখল করা নিয়ে প্রতিবাদ করাকে কেন্দ্র করে হাবিবুর রহমান ও তার সহযোগীরা কবির ও তার পরিবারদের সাথে অশালীন আচরণ করে। এতে প্রতিবাদ করা হলে হাবিব ও তার স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে জুবায়ের সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে কবিরের উপরে হত্যার চেষ্টা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে হামলার আঘাতে কবিরের বাম হাতে ও ডান হাতের আঙ্গুলে মারাত্মক জখম হয়। এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে হাবিবুর রহমান ও তার স্ত্রীর ঝর্ণা বরিশাল মেডিকেলে নাটকীয় কায়দায় ভর্তি হয়।

 

সংবাদটি শেয়ার করুন....