
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাবা- ছেলে সহ চারজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৩০ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে থানার আহমদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ফরিদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার কৃষক মোহাম্মদ হাসান, হাসানের ছেলে ইব্রাহিম ও রিয়াজ তার এবং ভাতিজা কালাম হোসেন।
এদের মধ্যে গুরুতর ইব্রাহিম ও রিয়াজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল রেফার করা হয় এবং অন্যান্যরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোঃ হাসান ও তার পরিবারদের সাথে তাদের প্রতিবেশী সরোয়ার ও তার সহযোগীদের সাথে বিরোধ চলে আসছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে মোহাম্মদ হাসানের পরিবার।
বৃহস্পতিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষ সরোয়ার ও তার ছেলে মনির, রাকিব, ইউসুফ, রঞ্জন, দুলাল, সবুজ, ফিরোজ ফিরোজসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে ইব্রাহিম ও রিয়াজকে চৌকিদারের হাট বাজারে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আহতের বাবা মোহাম্মদ হাসান এবং তার চাচাতো ভাই কালাম আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন সরোয়ার সহ অন্যান্য সহযোগীরা।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।