
বাকেরগঞ্জ উপজেলার নলুয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে একই পরিবারের পাঁচজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল চারটার দিকে মধ্য নলুয়া কদমতলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলো, ওই এলাকার দিনমজুর আব্দুল খালেক, আব্দুল খালেকের স্ত্রী সুফিয়া বেগম, ছেলে ওবায়দুল, ওবায়দুলের স্ত্রী সুরমা বেগম এবং ছোট ছেলে অহিদুল। বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
https://youtu.be/4pMYSeOQE70
আহত শহিদুল জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে শহীদুল ও তার পরিবারের সাথে একই এলাকার জাকির গং দের পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে খেলার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে শহিদুল এর সাথে প্রতিপক্ষ জাকির এর দ্বন্দ্ব হয়। এরই জেরে এক পর্যায়ে শহিদুল কে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন প্রতিপক্ষ জাকির, নিজাম, কামাল, আরিফ, রাকিব, জসিম, মনির, জিসান সহ একদল সন্ত্রাসী। শহিদুলকে বাঁচাতে বাবা আব্দুল খালেক, মা সুফিয়া, ভাই ওবায়দুল এবং ওবায়দুলের স্ত্রী সুরমা আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন জাকির সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সুপিয়া এবং সুরমার অবস্থা আশঙ্কাজনক। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।