• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাইতে জমি বিরোধের জেরে কাটমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ণ
চরমোনাইতে জমি বিরোধের জেরে কাটমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে আহত

বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় জমি বিরোধীদের যে ধরে ইমরান হোসেন টুলু বিশ্বাস নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার চেষ্টায় রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকাল আটটার দিকে ৯ নং ওয়ার্ড চর হোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত টুলু বিশ্বাসকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি ওই এলাকার মৃত আব্দুল আলী বিশ্বাসের ছেলে ও একজন কাঠমিস্ত্রি।

আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমরান হোসেন টুলু বিশ্বাস ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিপক্ষ টুলুর চাচাতো ভাই হুমায়ুন বিশ্বাস ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি নিয়ে গত বৃহস্পতিবার শালীস সমাধানে বসার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কিন্তু সিদ্ধান্ত দেওয়ার আগে ঘটনার দিন শুক্রবার সকাল আটটায় পরিকল্পিতভাবে ইমরান হোসেন টুলু বিশ্বাসকে হত্যার চেষ্টায় অতর্কিত হামলা চালায় হুমায়ুন বিশ্বাস ও তার ভাই রহিম বিশ্বাস, তাদের সহযোগী জাকির, অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসী।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....