
মেহেন্দিগঞ্জে নদীতে মাছ ধরা কে কেন্দ্র করে একই পরিবারের আহত- ৩
মেহেন্দিগঞ্জ উপজেলার জাউদ্দা গ্রামে নদীতে জল ফেলাকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের সাথে থাকা ৭ হাজার ৯শ টাকা ছিনিয়ে নেয়।গত মঙ্গলবার রাত সাতটার দিকে লালগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে ।
আহতরা হল, আব্দুস সাত্তার মাতাব্বর ও তার ছেলে আকাশ ও সৌরভ।এদের মধ্যে গুরুতর আকাশকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহতদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ৪ টার সময় সাত্তার মাতাব্বর ও তার দুই ছেলে আকাশ ও সৌরভ মেঘনা নদীতে মাছ ধরতে যায়। নদীতে জাল দেয়ার পর ওই জালের উপর প্রতিপক্ষ আবু কালাম মাঝি ও তার সহযোগীরা জাল ফেলে।
এ নিয়ে দ্বন্দ্ব হলে একপর্যায়ে, ঐদিন রাত সাতটার দিকে লালগঞ্জ জাদ্দুয়া এলাকায় পরিকল্পিতভাবে সাত্তার মাতাব্বর, আকাশ, এবং সৌরভকে হত্যার চেষ্টায় হামলা চালিয়ে আহত করেন আবুল কালাম মাঝি, তাদের সহযোগী বাকের, আশরাফুল, রাকিব সহ পাঁচ ছয় জন সন্ত্রাসী।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করেন। সেখানে আকাশের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।