মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে চাচা শশুরকে হত্যার চেষ্টায় পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ভাইজি জামাই ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আনন্দবাজার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।
আহতের নাম রিপন হাওলাদার, সে ওই এলাকার আব্দুর সাত্তার হাওলাদার এর ছেলে ও একজন দিনমজুর।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রিপন জানান, রিপনের ভাতিজি লামিয়া আক্তারের সাথে গত ৮ মাস পূর্বে ভাতিজি জামাই কাওসারের ডিভোর্স হয়। ডিভোর্সের পূর্বে রিপনের সাথে কাউসারের দ্বন্দ্ব হয়।
এরই জেরে ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ১১ টায় কাওসার সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় রিপনকে আনন্দবাজার ব্রিজের উপর অতর্কিত হামলা চালায়। রিপন ওই সময় মোটরসাইকেলে ব্রীজের উপর দিয়া আসতেছিল। তাকে চলন্ত মোটরসাইকেলের উপর হামলা চালিয়ে তার বাম হাত ও পা ভেঙ্গে দেয়।
স্থানীয় পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।