
বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা অন্তঃসত্ত্বার নারীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।২৬ মার্চ বুধবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়িতে ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার আব্দুল আজিজের ছেলে সবুজ সরদার, সবুজের স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা ফারজানা বেগম। চাচাতো ভাই সাগর সর্দার, বাবলু সরদার, শিল্পী বেগম, সুমা বেগম এবং নাসিমা বেগম। এদের মধ্যে গুরুতর সবুজ ও তার স্ত্রী ফারজানা এবং চাচাতো ভাই সাগরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত সবুজ জানান, দীর্ঘদিন ধরে সবুজ ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ জব্বার সরদারের ছেলে ইউনুস ও তার গংদের সাথে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন বুধবার জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে প্রতিপক্ষ ইউনুস এবং তাদের সহযোগী আনিস, নজরুল, সাইফুল, আব্দুল হাই, মানিক, নুরুল ইসলাম, তাইপুল সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সহযোগী পরিকল্পিতভাবে সবুজকে হত্যার চেষ্টা হামলা চালায়, এ সময় তাকে বাঁচাতে সাগর ও তার স্ত্রী ফারজানা, বাবুল সরদার, শিল্পী বেগম ও সুমা বেগম বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে আহত করেন ইউনুস সহ অন্যান্য সহযোগীরা।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ নুরুল ইসলাম হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি হয়
অভিযোগ রয়েছে প্রতিপক্ষ ইউনুস ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের দোসর জাহিদের অনুসারী। যে কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সবুজ ও তার পরিবারকে অনেক জুলুম অত্যাচার নিপীড়ন করে আসছে ইউনুচ গং।
এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।