• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় সৎ মাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৫, ১৪:০৯ অপরাহ্ণ
পাথরঘাটায় সৎ মাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

পাথরঘাটায় সৎ মাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

 

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সৎ মাকে পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ পাওয়া গেছে সৎ ছেলেদের বিরুদ্ধে।

গত রবিবার ৬ এপ্রিল সকাল দশটার দিকে উপজেলার ছহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের নাম আলেয়া খাতুন সে ওই এলাকার আব্দুল বারেকের স্ত্রী। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্বামী আবদুল বারেক জানান, আমার প্রথম পক্ষের ছেলে তাদের নামে জমি লিখে দেওয়ার জন্য প্রায় সময় আমাকে মারধর করেন। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী আলেয়া প্রতিবাদ করতে গেলে ঘটনার দিন সকাল দশটায় সৎ ছেলে জাহাঙ্গীর, মিরাজ, মামুন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় পিটিয়ে আহত করেন। তিনি আরো জানান, যে সন্তান বাবা-মার গায়ে হাত দিতে পারে সে সন্তান কুলাঙ্গার ছাড়া আর কিছু না। তবে এদের বিচার হওয়া উচিত।

এদিকে আহত আলেয়া খাতুন জানান, আমার ওপর আমার সৎ ছেলেরা হামলা চালিয়েছে। এমনকি মাঝেমধ্যে আমার স্বামীরকেও পিটিয়ে আহত করা হয়। মামলার বিষয়টি আমার স্বামী দেখবেন।

 

 

সংবাদটি শেয়ার করুন....