
মির্জাগঞ্জে নারী সহ ৩ জনকে কুপিয়ে পিটিয়ে জখম
পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩ সদস্যকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় বাড়ির উত্তর পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই থানার ৫ কাঁকড়া বুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম কাঁকড়া বুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ স্বপন হাওলাদার, স্ত্রী শিউলি বেগম, চাচা হোসেন হাওলাদার। আহত শিউলি বেগম বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সাথে একই এলাকার বাসিন্দা হারুন গং দের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে সালিশ মীমাংসা হলেও তারা বিভিন্ন সময় হুমকি প্রদান করে। ঘটনার দিন তারা জমি থেকে বেকু দিয়ে মাটি কেটে ভুক্তভোগীর মরিচ গাছ ও ফসল নষ্ট করে। এ সময় প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হারুন, আলাউদ্দিন, কাউসার, আকলি, সেতারা, সেরাজ, রুনু বেগম , তুষার সহ সহ ৭/৮ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ সময় শিউলি বেগমকে দা দিয়ে মাথার উপরে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ও সাথে থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে শিউলি বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।