বানারীপাড়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২৫, ১৯:৩০ অপরাহ্ণ
বানারীপাড়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে
বরিশাল বানারীপাড়া উপজেলার ১ নং বিসারকান্দি ইউনিয়নের পশ্চিম বিশারকান্দি এলাকায় খালের মধ্যে বাঁশ রট দিয়ে বেরা দেয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসরা একই পরিবারের চারজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ১১ মে রবিবার বিকেল পাঁচটার দিকে পশ্চিম বিসারকান্দি খাল সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার কৃষক হালিম বেপারী ও তার ছেলে রাকিবুল হাসান ছাত্র , শাকিব, ভাই, জাকির হোসেন,। এদের মধ্যে গুরুতর অবস্থায় রাকিবুল হাসানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন এবং অন্যান্যরা বানারীপাড়া প্রাথমিক চিকিৎসা নেয়।
আহতের স্বজন নাসরিন জাহান জানান, দীর্ঘদিন ধরে হালিম বেপারী ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ হেলাল উদ্দিনের ছেলে আলী হোসেন, ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে। আমাদের বাড়ির পাশে একটা খাল রয়েছে। ভালো কোন রাস্তা না থাকার কারণে সেই খাল দিয়ে সকল কৃষকরা কৃষি কাজের মালামাল আনা নেওয়া করেন। তাছাড়া স্কুল কলেজের ছাত্র – ছাত্রীরা নৌকায় করে যাতায়াত করেন। কিন্তু প্রতিপক্ষ আলী হোসেন ও তার সহযোগীরা ওই খালের মাঝখানে বাঁশ দিয়ে খাল আটকে দেয়। এতে আমরা শুধু ক্ষতি হয়েছি তা না এলাকাবাসী ও ক্ষতির মধ্যে পড়ে যায়। বিষয়টি নিয়ে আমাদের পরিবার প্রতিবাদ করলে ঘটনার দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিপক্ষ আলী হোসেন ও তাদের সহযোগী আমান, বেদার, হাসান, রাসেল, বেল্লাল সহ অজ্ঞাত নামা কয়েকজন পরিকল্পিতভাবে হালিম বেপারী, ও তার ছেলে রাকিবুল হাসান, শাকিব, ভাই জাকির হোসেন. রট লাঠি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এদের মধ্যে রাকিবুলের অবস্থা আশঙ্কাজনক। তার হাত পা ভেঙ্গে গেছে।আহতের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।