• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৩:০২ অপরাহ্ণ
ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই

ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।

ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টর মাহবুব উদ্দিন খোকন।

ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেট প্রকাশ নিয়ে মো. মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের আইনজীবী ১৩ মে রিটটি করেন।

এ/চ

সংবাদটি শেয়ার করুন....