
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

লুপাস রোগ সম্পর্কে ডাঃ আবেদ’র জনসচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বাত রোগীদের নিয়ে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস (SLE) রোগ সম্পর্কে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পেশেন্ট, অ্যাটেন্ডেন্ট এবং শুভানুধ্যায়ী শীর্ষক একটি জনসচেতনতামূলক সেমিনারে আলোচ্য বিষয় ছিল সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস (SLE) একধরনের অটোইমিউন রোগ।এই আয়োজনের মূল বক্তা ছিলেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট (বাত বিশেষজ্ঞ) ডা. এস. এম. আহমেদ আবেদ। প্রথমবারের মতো জনসচেতনতামূলক এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন স্থান থেকে বাত রোগের ভোগা ’শতাধিক রোগী ও তাদের স্বজনরা অংশ নেন।
ডা. আবেদ তাঁর বক্তব্যে লুপাস রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা পদ্ধতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনায় রোগটির গতি-প্রকৃতি এবং পরিবেশগত ও শারীরিক কারণসমূহ তুলে ধরা হয়। বক্তৃতার পাশাপাশি অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
দূরদূরান্ত থেকে আসা বাতের রোগীরা তাদের সুস্থ হওয়ার বর্ণনা দিতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন। তাদের একটাই বক্তব্যে মূল পয়েন্ট ছিল প্রকৃত বাত বিশেষজ্ঞের কাছে আসতে আমাদের অনেক কাঠ পোরান লাগছে। কষ্ট করে পেলেও আমরা আবেদ স্যারকে পেয়েছি,। এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠানে বেলুন উড়ানো,রেলি, কুইজ প্রতিযোগিতা, লটারির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।