• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১০ লাখ টাকা চাঁদার দাবিতে ১০ দিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
১০ লাখ টাকা চাঁদার দাবিতে ১০ দিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ 

Oplus_131072

চেয়ারম্যানের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি। বিগত ৮ দিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় পুরো ইউনিয়নের বাসিন্দারা সীমাহীন দুর্ভোগে পড়েছে।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটেছে। এদিকে চাঁদা না দিলে ‘মব সৃষ্টি করে’ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার প্রাণনাশের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকেই আত্মগোপনে থাকছেন চেয়ারম্যান। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এমনকি বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কোনো প্রতিকার পাচ্ছেন না।

ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনে চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, ২০ জুন তারা আমার কাছে দশ লাখ টাকা দাবি করেন। প্রকাশ্যেই ঘোষণা করেছে চাঁদা না দিলে রাস্তাঘাটে আমাকে পেলে মেরে ফেলবে, বাড়িঘর পুড়িয়ে দেবে। তারা দলবল নিয়ে ২২ জুন অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন এবং ২৩ জুন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। এই কাজে স্থানীয়রা আপত্তি জানালে তাদেরকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ঘটনায় অভিযুক্তরা হলেন, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক ও তার ভাই ইকবাল মল্লিক। তাদের সহযোগী, রিমন মল্লিক, উজ্জল মল্লিক এবং জসিম হাওলাদার।

ইউনিয়নের সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ড মেম্বার আয়শা আক্তার রিনা বলেন, আমি জেনেছি বিএনপির লোকজন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে ইউনিয়ন পরিষদের জনস্বার্থের কাজগুলো বন্ধ রয়েছে।

ইউনিয়ন পিরষদের ৩নং ওয়ার্ডের মেম্বার হারুন খন্দকার বলেন, ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় স্থানীয় লোকজন সেবা পাচ্ছে না। কি জন্য তালা ঝুলিয়েছে তা জানি না। এসব নিয়ে কথা বলতে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ। স্থানীয় ইউনিয়ন বিএনপির কিছু লোকজন মিলে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।

স্থানীয় বাসিন্দা সালেহা বেগম বলেন, চেয়ারম্যান বাবুল মৃধা দলমত নির্বিশেষে কাজ করেছে। তার কাছে কিছু চেয়ে পায়নি এমন কেউ নেই। কিন্তু এখন কিছু লোক তার বিরুদ্ধে কিজন্য এমন করছে তা জানি না। তবে ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায়, চেয়ারম্যান না থাকায় বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে।

অভিযোগের বিষয়ে দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক বলেন, ইউনিয়নের পাবলিক অবরুদ্ধ করে রেখেছে। বিনা ভোটের চেয়ারম্যান, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর সারা বাংলায় একজনও নেই, উনি থাকবে কিসের জন্য?

চেয়ারম্যানের কাছে চাঁদা দাবীর প্রশ্নে বলেন, কোয়াইট ইম্পসিবল। আমার এলাকায় এসে জিজ্ঞেস করেন, প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন, নট এ সিঙ্গেল পাই- উনাকেই নয় ৫ আগস্টের পরে কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে একটি টাকার বিষয়েও অভিযোগ আনতে পারবে না।

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান বলেন, কিছু ফ্যাসিস্ট তাড়াতে কিছু ত্যাগ করতে হয়। দপদপিয়া ইউনিয়নের বিষয়টি প্রশাসনিক ব্যাপার, এটি প্রশাসন দ্রুত সমাধান করবে বলে আশা করি।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমি লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে খবর পেয়েছি কিছু লোক ইউনিয়ন পরিষদের কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছে। সেবা প্রত্যাশী বা অন্য কারো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে নিশ্চিত করা হয়েছে, চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার দেওয়া অভিযোগ দপ্তরটি গ্রহণ করেছে।উল্লেখ্য, দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে ২৩ জুন সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করে বিএনপির নেতারা। এরপর পরই তারা ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন....