পাথরঘাটায় ছাগলে গাছের চারা নষ্ট করাকে কেন্দ্র করে আহত- ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ১৭:০৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
বরগুনার পাথরঘাটা উপজেলায় ছাগলে গাছের চারা নষ্ট করাকে কেন্দ্র করে একই পরিবারের ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী সহ ছয়জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যাওয়া হয় ।
গত ২৯ সেপ্টেম্বর রবিবার দুইটার দিকে পাথরঘাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের ছোট পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে দিনমজুর আনোয়ার হোসেন, আনোয়ার হোসেনের স্ত্রী শাহেরা বেগম, নয় মাসের অন্তঃসত্ত্বা মেয়ে সীমা, মেয়ে আমেনা, আছিয়া, মা, মনোয়ার। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর ও সিমা ও সাহেরার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত শাহেরা জানান, দীর্ঘদিন ধরে সাহেরা ও তার পরিবারদের সাথে প্রতিবেশী কাঞ্চন মোল্লার ছেলে কালাম মোল্লা ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
গত রবিবার দুপুরে শাহেরাদের ছাগল প্রতিবেশী কালামদের আমড়ি গাছ খায়। বিষয়টি সাহেরা জানতে পেরে আমরা গাছ কিনে দেবে বলে জানান। কিন্তু তারা বিষয়টি অন্যদিকে নিয়ে শত্রুতার জের ধরে সাহেরা ও তার মেয়ে সীমা, আমেনা, আসিয়া, শাশুড়ি মনোয়ারা কে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।