
কাউনিয়ায় মাহফিলের টাকায় চাঁদা চাওয়া নিয়ে দ্বন্দ্বে খাদেমসহ আহত- ৫
বরিশাল কাউনিয়ায় মাহফিলের টাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে নারী পুরুষ সহ পাঁচজনকে হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুরও লুটপাট চালায়। ১১ জানুয়ারি রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ৭ নং ওয়ার্ড জানু কিশন রোড ছোট মিয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হল, ছোট মিয়া জামে মসজিদ কমিটির সদস্য ও খাদেম রাসেল শিকদার ওরফে রিন্টু, রাসেলের স্ত্রী মনি বেগম, মা মনোয়ারা বেগম, ছেলে রিশাদ, ও ভাগ্নি অনি বেগম। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ জানান, দুপুর আড়াইটার দিকে মাহফিল সংক্রান্ত বিষয় নিয়ে ইমাম আবু সাঈদ ও আহত রিন্টু কথা বলছিল। এ সময় হঠাৎ এলাকার প্রতিবেশী জয় এসে ইমাম সাহেবকে মসজিদের টাকা তোলা নিয়ে কটুক্তি করে বলেন মসজিদের টাকা অনেক উঠাইছেন, ভালোই তো বাণিজ্য করছেন, কম কম খায়েন, এমন কথার প্রেক্ষাপটে সাথে থাকা রিন্টু প্রতিবাদ করে। একজন ইমামকে এভাবে হেনস্তা করার কোন মানেই হয় না।
রিন্টু জানান, মসজিদের মাহফিলের টাকা আমার কাছে রাখা হয়, প্রতিপক্ষ জয়- রিন্টুকে বলেন তোমার কাছে মাহফিলের টাকা আছে। টাকার ভাগ দেও। আর এটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের একপর্যায়ে জয় সহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে রিন্টুর বাসা বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর লুটপাট চালায়। এ এ সময় বাধা দিলে রিন্টু, রিন্টূর স্ত্রী মনি বেগম, মা মনোয়ারা বেগম, ছেলে রিশাদ, ও ভাগ্নি অনিকে এলোপাথাভাবে পিটিয়ে মারাত্মক জখম করেন।
এ ঘটনায় কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।