• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের দুধলে এক মহিলাকে পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ২২:১১ অপরাহ্ণ
বাকেরগঞ্জের দুধলে এক মহিলাকে পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধলে বিদ্যুৎ এর লাইন নেয়াকে কেন্দ্র করে চায়না নামে এক মহিলাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত ৮ অক্টোবর বুধবার রাত ১১ টার দিকে উপজেলার সুন্দর কাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চায়না ঐ এলাকার আক্কাস আলী হাওলাদারের স্ত্রী। বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্বামী আক্কাস জানান, আমাদের জমির উপর দিয়া বিদ্যুৎ লাইন নিচ্ছে প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার পরিবার। আমাদের বসবাসের জন্য সমস্যা হলে আমরা বিদ্যুৎ অফিসে অভিযোগ দেই। এই অভিযোগ দেয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও তার ছেলে যুবরাজ, তাদের সহযোগী আসিফ, আব্দুর রব হাওলাদার, মকবুল হাওলাদার, ইমরান, সাব্বির, ও রাব্বি সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে চায়না কে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারাত্মক জখম করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....