আহত সিরাজ জানান, গত এক বছর পূর্বে সিরাজের মোটরসাইকেল ভাঙচুর করে নষ্ট করে দেয় তৎকালীন ক্ষমতাসীন চরফ্যাশন উপজেলার ওসমান গঞ্জ ইউনিয়নের যুবলীগ নেতা মনিরের ভাগিনা সোহেল সহ তার সহযোগী সন্ত্রাসীরা।
এই ঘটনায় স্থানীয় লোকজন মোটরসাইকেল ভাঙচুর ও ক্ষতিপূরণের জন্য ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু সোহেলের বাবা ওই টাকাটা কে চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালায়।
আর এটাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সিরাজের সাথে সোহেল ও তার সহযোগীদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে, সোহেল ও তার সহযোগী জসিম, মনির, আরিফ, জান্টু, তাসলিমা, সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন সহযোগী পরিকল্পিতভাবে সিরাজের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সিরাজকে বাঁচাতে তার চাচাতো ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল ফরাজী ও সিরাজের বাবা আজিজুল বাঁচাতে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
স্থানীয় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।
আরো জানা যায়, কিছুদিন পূর্বে প্রতিপক্ষরা সিরাজদের বাসায় ঢুকে রাতের আধারে স্বর্ণালংকার, নগদ টাকা, মালামাল লুটপাট করে নিয়ে যায়।
ওই থেকে শত্রুতা চলে আসছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।