• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের সমাধান করতে গিয়ে শিক্ষক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ণ
তালতলীতে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের সমাধান করতে গিয়ে শিক্ষক হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক

বরগুনার তালতলী উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে শিক্ষককে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার ২ নং ছোট বগি ইউনিয়নের গাবতলীর ছোট বগি বাজার এ ঘটনা ঘটে।

আহতের নাম মাসুম বিল্লাহ। সে ওই এলাকার পশ্চিম গাবতলী এলাকার ইউসুফ আলী মোল্লার ছেলে ও ছোটবগি কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://youtu.be/AYoRpteVY3M

আহত মাসুম বিল্লাহ জানান, গাবতলী এলাকায় ন্যায্যমূল্যের চাল বিতরণ নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব হয়। আর এটাকে কেন্দ্র করে শিক্ষক মাসুম বিল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধান করতে গেলে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে সাড়ে বারোটার দিকে প্রতিপক্ষ মুক্তার আলী শিকদারের ছেলে মনোয়ার শিকদার, মৃত হারুন শিকদারের ছেলে আলমগীর, ইউসুফ পিয়নের ছেলে কামরুল, ইসমাইল মোল্লার ছেলে জহিরুল মোল্লা, আপতার শিকদারের ছেলে রফিক সিকদার, লতিপ প্যাদার ছেলে জব্বার পেদা, এবং রশিদ হাওলাদের ছেলে বেল্লাল সহ অজ্ঞাত আরো অনেকে পরিকল্পিতভাবে শিক্ষক মাসুম বিল্লাহ কে ছোট বগি বাজারে বসে অতর্কিতভাবে হামলা চালায়। তাকে রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।

এ ঘটনায় তালতলী বাংলাদেশ নৌবাহিনীর কোণ্টিজেন কমান্ডার নিকট এবং তালতলী থানায় আইনি সহায়তা পাওয়ার একটি আবেদনও করেন মাসুম বিল্লাহ।

সংবাদটি শেয়ার করুন....