• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় সুপারি পাড়া কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় সুপারি পাড়া কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৯
মঠবাড়িয়ায় সুপারি পাড়া কে
কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৯
নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সুপারি পাড়া কে কেন্দ্র করে একই পরিবারের ৯ জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলীচান্দুখালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত হাবিবুর রহমান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, সেলিমের স্ত্রী সেলিনা বেগম, সেলিমের মেয়ে খাইরুন্নেসা, খাদিজা আক্তার, হাফিজা খাতুন, আফরোজা খাতুন, ফিরোজা, পুত্রবধূ লাবনী, ছেলে জিহাদ। এদের মধ্যে গুরুতর সেলিম হাওলাদার ও খায়রুন্নেছা কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
আহত সেলিম জানান, সেলিম হাওলাদার ও তার পরিবার দীর্ঘ ২০ বছর পরে বাড়িতে আসেন। সেলিমের ক্রয়কৃত জমি প্রতিপক্ষ জলিল ও শাওন জোরপূর্বক জবরদখল দেয়। আর এটাকে নিয়ে সেলিমের পরিবারদের সাথে  প্রতিবেশী ওয়াজেদ আলীর ছেলে জলিল ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।
ঘটনার দিন বৃহস্পতিবার সকাল দশটার দিকে সেলিমের জমির সাথে থাকা খাস জমি থেকে সুপারি পাড়ে সেলিমের ছেলে ইয়াসিন।সেই সুপারি প্রতিপক্ষ জলিল ও তার স্ত্রী শাহিনা নিজেদের দাবী করে অশালীন আচরণ করে নিয়ে যায় ।
এটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব হলে একপর্যায়ে জলিল ও তার ছেলে শাওন তাদের সহযোগী রাব্বি, শানু, ও শাহিনা, সামিয়া বেগম, সহ ১০-১৫ সহযোগী পরিকল্পিতভাবে ঘরে ঢুকে রড লাঠি দিয়ে সেলিমের মেয়ে ফিরোজা বেগম, স্ত্রী সেলিনা বেগম , মেয়ে খাইরুন্নেছা, খাদিজা এবং পুত্রবধূ লাবনীতে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। এমনকি তাদেরকে ঘর থেকে বের করে তাদের ঘরে নিয়ে ও পিটিয়ে আহত করে নির্যাতন করেন। এতে খাইরুন্নেছা অজ্ঞান হয়ে পড়েন। সংবাদ পেয়ে সেলিম হাওলাদার বাঁচাতে আসলে তাকে ও তার ছেলে জিহাদ এবং ইয়াসিনকে এলোপাতাড়ি পাবে পিটিয়ে আহত করে। এতে করে সেলিমের বাম হাত ভেঙ্গে যায়।এই ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....