• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ব্যবসায়ীকে আটকিয়ে হাত-পা বেঁধে নির্যাতন, ২ লাখ টাকা ছিনতাই 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ
হিজলায় ব্যবসায়ীকে আটকিয়ে হাত-পা বেঁধে নির্যাতন, ২ লাখ টাকা ছিনতাই 

নিজস্ব প্রতিবেদক

বরিশালের হিজলা উপজেলায় হাজী আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে ঘরের মধ্যে আটকে রেখে প্রায় তিন ঘন্টা ব্যাপী মারধর করে অমানুষিক ভাবে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। । এ সময়  তার সাথে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।
গত শনিবার ১৯ অক্টোবর দুপুর ১ টার দিকে চর ম্যামানিয়া ৮ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়।
আহত ব্যবসায়ী আব্দুল মান্নান ওই এলাকার মৃত কাজল খার ছেলে ও একজন আরৎদার ব্যবসায়ী।
আহতের ছেলে বায়েজিদ জানান, আমার বাবা হাজী আব্দুল মান্নান একজন দ্বীনের পথের লোক ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

হিজলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ইট বাটার সাথে তার হিট ব্যবসা করে আসছে।

শনিবার দুপুরে চরম্যামানিয়া মদিনা ব্রিকস থেকে পাওনা দুই লাখ টাকা নিয়ে নিয়ে আসেন আব্দুল মান্নান। এ সময় বাংলাবাজার বিরিজ সংলগ্ন প্রতিপক্ষ রিপন মোল্লার বাড়ির সামনে আসলে হঠাৎ তাকে পথরোধ করে রিপন ও তার সহযোগীরা। এক পর্যায় তারা আব্দুল মান্নানকে মুখে কাপড় বেঁধে প্রতিপক্ষ শাহেদ আলী মোল্লার বাসায নিয়ে একটা রুমের ভিতর আটকে রাখে। পাশাপাশি হাত-পা বেঁধে রাখে। এক পর্যায় তাকে রিপন মোল্লার নির্দেশে কফিল উদ্দিন মোল্লা ও তার ছেলে শাহেদ আলী মোল্লা, এবং তাদের সহযোগী হানিফ চৌকিদার, রহমান আকন, গিয়াস উদ্দিন সহ ১০/১২ জন সন্ত্রাসী অতর্কিতভাবে এলোপাতাড়ি ভাবে আব্দুল মান্নানকে মারধর শুরু করে এবং সাথে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। আব্দুল মান্নান জানান, ২ লাখ টাকা দেওয়ার পরে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাই। না হলে ওরা আমাকে মেরে ফেলতে। মনে হয় ব্রিকস ফিল্ড থেকে টাকা আনার সময় বিষয়টি তারা আচ করতে পেরেছে। ওরা এলাকার ভয়ংকর সন্ত্রাসী। এরা প্রায় সময় এলাকায় চুরি, ছিনতায় ডাকাতি সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত রয়েছে।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন....