• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী সহ তার বাবা-মাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ২০:২১ অপরাহ্ণ
পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী সহ তার বাবা-মাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে 

পটুয়াখালীর সদর পুকুর জনা কাছিরা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিবন্ধী সহ তার বাবা ও মাকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৯ টার দিকে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হল, সোহেল বিশ্বাস ও তার স্ত্রী মরিয়ম বেগম এবং প্রতিবন্ধী ছেলে তাওসিন। এদের মধ্যে গুরুতর মরিয়মকে পটুয়াখালী থেকে বরিশাল মেডিকেলে রেফার করা হয় এবং অন্যান্যরা পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে প্রতিবন্ধী তাওসিন একই বাড়ির বাবুল বিশ্বাসের ছেলে লিমনের সাথে দুষ্টামি করে। আর এটাকে কেন্দ্র করে লিমন ও তার ভাই নাঈমসহ অজ্ঞাত কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাহসিন এর উপর হামলা চালায়। আর প্রতিবন্ধী ছেলেকে হামলার প্রতিবাদ করতে গেলে বাবা সোহেল বিশ্বাস ও মা মরিয়মকে রামদা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেন নাঈম, লিমন সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।এদের মধ্যে মরিয়মের অবস্থা আশঙ্কাজন। আঘাতে মরিয়মের মাথার হাড় কাটা জখম হয়। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন....