• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মামলার সাক্ষী কে মারধরের অভিযোগ ।।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪, ২০:২৮ অপরাহ্ণ
বরিশালে মামলার সাক্ষী কে মারধরের অভিযোগ ।।

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল নগরীর জজ কোর্ট এলাকায় সাক্ষী দিতে আসা মোঃ সিরাজুল ইসলাম (৫৬) নামের এক বৃদ্ধ কে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় ডিসি কোর্টের সামনে উকিল লাইব্রেরীতে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ৪ নং ওয়ার্ড ভাটিখানা এলাকার মৃত আফছার আলী মৃধার ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।আহত সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ২০২২ সালে প্রতিবেশী জহিরুল ইসলামের কাছে সাড়ে ৫ শতাংশ জমি বিক্রি করে। সেই জমি বিক্রি করার স্থানীয় ভূমিদস্যু সোয়াইব মাহমুদ ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না দিলে জমির গৃহিতা জহিরুল ইসলামকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল সোয়াইব ও তার বাহিনী। নিরুপায় হয়ে ভুক্তভোগী জহিরুল ইসলাম চলতি মাসের ৫ তারিখে আদালতে একটি ৭ দ্বারা মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে সোয়াইব বাহিনী ৯ তারিখে ভুক্তভোগীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সেনাবাহিনী কে খবর দিলে ঘটনা স্থান থেকে সেনাবাহিনীর একটি টিম সোয়াইব মাহমুদ ও সায়েমুজ্জামান কে তুলে নিয়ে যায় । পরে সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে তারা ফিরে এসে আবারো তাণ্ডব চালায়। ঘটনার দিন সেই ৭ দ্বারা মামলায় সাক্ষী দিতে কোর্ট আসলে সিরাজুল ইসলামকে পূর্ব পরিকল্পিতভাবে সোয়াইব মাহমুদ , সায়েমুজ্জামান , আব্দুল বারেক বাকের সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে মামলার বাদী জহিরুল ইসলাম ছুটে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সংবাদটি শেয়ার করুন....