
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":2,"square_fit":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
শনিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাফি সিকদারের নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় ছাত্রদল নেতা রাফি সিকদার বলেন, ‘২৪ সালে ছাত্রজনতার অর্জিত স্বাধীনতা রক্ষা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছিল তা আমরা আর কখনো হতে দেবো না। প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই ভূখণ্ডের সকল ধর্মের মানুষদের সমান অধিকার নিশ্চিত করতে চাই।
ক্যাম্পাসের আরেক ছাত্রদল নেতা মোঃ ফয়সাল রহমান তামিম বলেন, ‘দেশ নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু এখনো আওয়ামী দোসরদের কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা এই স্বাধীনতা এবং দেশকে পুনঃগঠনে নানা বাধার সৃষ্টি এবং গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এবং দেশের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে।