• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের, আহত- ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ২০:০৭ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের, আহত- ১

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে রোমান নামে এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত ৭ টার দিকে বাদুরতলি গ্রামে এ ঘটনা ঘটে।আহতের নাম রুম্মান হক, সে ওই এলাকার এমাদুল হকের ছেলে, বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতের নানা ইউনুছ মিয়া জানান, বাড়ির জমি জমার কাগজপত্র না পাওয়াকে কেন্দ্র করে রোমানের সাথে দ্বন্দ্ব হয় রাহাদুলের ছেলে সাব্বিরের। এরই জের ধরে ঘটনার দিন রবিবার রাত সাতটায় সাব্বির সহ অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিতভাবে রোমানের উপরে হামলা চালায়। স্থানীয় ও পরিবারের লোকজন আহত রোম্মানকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।

তবে রোমানের পরিবার জানান, বিষয়টি যদি সমাধান না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....