• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাজিরহাটে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ১৯:০৬ অপরাহ্ণ
কাজিরহাটে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

Oplus_131072

  • নিজস্ব প্রতিবেদক

মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ২১ অক্টোবর সোমবার দুপুর ১২ টার দিকে আন্দারমানিক ইউনিয়নের এক নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার দিনমজুর আতাউর রহমান, ও তার স্ত্রী তাসলিমা বেগম এবং মেয়ে সাথী আক্তার। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক পার্শ্ববর্তী থানা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির জন্য নেয়া হয়। কিন্তু আহতদের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত তাসলিমা জানান, দীর্ঘদিন ধরে তাসলিমা ও তার পরিবারদের সাথে জমি বন্টন করাকে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল আজিজ মুন্সি ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে। তাসলিমা ও তার পরিবারকে প্রায় সময় প্রতিপক্ষরা বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আজিজ মুন্সি ও তার পরিবার আরো ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনার দিন সোমবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে তাসলিমার স্বামী আতাউর রহমানের সাথে আজিজ মুন্সির স্ত্রী হিরনা বেগমের দ্বন্দ হয়।এরই জের ধরে, একপর্যায়ে হিরোনা বেগম ও তার স্বামী আজিজ মুন্সি, পুত্রবধূ সুখি বেগম, সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে আতাউর রহমানের ওপর হামলা চালায়। এ সময় আতাউরকে বাঁচাতে স্ত্রী তাসলিমা ও মেয়ে সাথী আক্তার আসলে তাদেরকেও এলোপাথাড়িভাবে পিটিয়ে জখম করে আজিজ সহ অন্যান্য সহযোগীরা। তাসলিমা আরও অভিযোগ করেন, ইতিপূর্বেও একাধিকবার তাদের উপরে নির্যাতন করেন আজিজ মুন্সী ও তার পরিবারের সহযোগীরা। এরা এলাকার কাউকে মানে না নিয়ম কানুন তোয়াক্কা করে না বরং প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হুমকি ধামকির শিকার হতে হয়। এই ঘটনায় কাজিরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন....