• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ব্যবসায়ী সহ ২ জনকে কুপিয়ে পিটিয়ে ৪ লাখ টাকা ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ব্যবসায়ী সহ ২ জনকে কুপিয়ে পিটিয়ে ৪ লাখ টাকা ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক

বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়ালে মাদকের প্রতিবাদে ব্যবসায়ী ও তার ভাইকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা তাদের সাথে থাকা নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেয় ।

গত ২৯ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার দাড়িয়ালের কামারখালী বাজার মীর মদন স্থানে এ ঘটনা ঘটে।আহতরা হলো, ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী মেহেদী হাসান ও তার ছোট ভাই সাঈদ আব্দুল্লাহ।বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মেহেদী হাসান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কামারখালী এলাকায় হারুন ফকিরের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী দোলন, আলম ফকিরের ছেলে মোহাম্মদ আলী ও রাজিব সহ তার সহযোগীরা মাদ ক সেবন ও বিক্রি করে আসছে।প্রায় সময় তারা নেশা করে এলাকায় মাতলামি করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালায়।

 

বিষয়টি নিয়ে ব্যবসায়ী মেহেদী হাসান প্রতিবাদ করলে একপর্যায়ে দোলন ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।এরই জের ধরে, ঘটনার দিন রবিবার রাত সাতটার দিকে মেহেদী হাসানের ছোট ভাই সাঈদ আব্দুল্লাহকে দিয়ে আমাকে ডেকে আনতে বলে। সাঈদ আব্দুল্লাহ তাতে প্রতিবাদ করলে একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন দোলন, মোহাম্মদ আলী, রাজীব সহ অজ্ঞাত নামা কয়েকজন। সাইদ আবদুল্লাহ ডাক চিৎকারে বড় ভাই মেহেদী হাসান তাকে বাঁচাতে আসলে তাকেও হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত করেন দোলনসহ অন্যান্য সহযোগীরা এর সময় মেহেদী হাসানের সাথে থাকা নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেয়।

মেহেদী হাসান আরোও জানান, তিনি প্রয়োজনীয় কাজে ওই দিনই ব্যাংক থেকে চার লাখ টাকা উত্তোলন করে। তার ধারণা বিষয়টি হয়তো সে আঁচ করতে পেরেছে। টাকা ছিনতাই এর জন্যই এমন হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন....