• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে সরকারি স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ১৮:৫৭ অপরাহ্ণ
বরিশাল সাব রেজিস্ট্রি অফিসে সরকারি স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগ 

বরিশালে সাব রেজিস্ট্রি অফিসের সরকারি স্টাফ পরিচয় দিয়ে জমির রেকর্ড সংশোধন করার নামে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে রাজু মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১১ই আগস্ট সোমবার বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ডের বাসিন্দা মনসুর আহমেদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী বৃদ্ধ মনসুর আহমেদ বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নেয়ামতি ইউনিয়নের ছোট পুইয়টা গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত ওয়াজেদ আলীর ছেলে । বর্তমানে তিনি বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড ব্যাপটিস্ট মিশন এলাকা বসবাস করছেন। অভিযুক্ত রাজু একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ট্যাংরাখালি গ্রামের মৃত বারেক মৃধার ছেলে। এবং বরিশাল নগরীর ২১ নং ওয়ার্ড গোরস্তান রোড এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন। উভয়ের মাঝে পরিচয়ের এক পর্যায়ে রাজু নিজেকে বরিশাল সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে কাম কম্পিউটার অপারেটর পদে সরকারি চাকুরি করেন। রাজু জমির রেকর্ড পত্র তৈরি করা সহ জমি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করিয়া দিতে পারে বলে জানান মনসুর আহমেদকে। যে কারণে গত এক বছর পূর্বে মনসুর আহমেদ তার পৈত্রিক জমির রেকর্ড সংশোধন করার জন্য রাজুকে গ্রামের লোক মনে করে সরল বিশ্বাস করে তিনবারে ৪২ হাজার টাকা প্রদান করে।

কিন্তু এক বছর শেষ হলেও জমির রেকর্ড সংশোধন হয় নাই। পরবর্তীতে বাদী মনসুর আহমেদ খোঁজখবর নিয়ে জানতে পারে বরিশাল সাব রেজিস্ট্রি কার্যালয় রাজু নামে কেউ চাকুরি করে না। রাজু নিজেকে সরকারি চাকুরির কথা বলিয়া এভাবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করিয়া আসিতেছে।বিষয়টি বুঝতে পেরে রাজুর মোবাইল নাম্বারে কল দেওয়া হলে রাজু বিভিন্ন রকম তালবাহানা মূলক কথাবার্তা বলে। বাঁদিকে রেকর্ড হয়েছে বলে অন্য জমির একটি ভুয়া পর্চা উপস্থাপন করে। বিবাদী বুঝতে পেরে সাব-রেজিস্ট্রার এর রেকর্ড রুমে কাম কম্পিউটার অপারেটর পদে কিংবা কোন পদে চাকুরি না করার সত্বেও রাজু মিথ্যা তথ্য প্রদান করিয়া বাদীর নিকট হতে জমির রেকর্ড সংশোধন করাইয়া দেওয়ার কথা বলে ৪২ হাজার টাকা প্রতারণা মূলক আত্মসাৎ করে।

তবে গোপন সূত্রে জানা যায়, রাজু সাব-রেজিস্ট্রি অফিস একটি চক্রের মূল হোতা, এই চক্রটির প্রতারণার জালে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করেন না। তবে বেশকিছু মানুষের সাথে প্রতারণার শিকার হওয়ার পর বিষয়টি আস্তে আস্তে সামনে আসছে।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার এ এসআই বাবুল জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন....