
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্নমত পোষণ
গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউজ পোর্টাল একুশের চোখ টোয়েন্টিফোরে”বরিশালে মামলার সাক্ষী কে মারধরের অভিযোগ শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখিত সংবাদে একুশের চোখের প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে আমাকেও আমাদের পরিবারের বিরুদ্ধে যে ধরনের তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মূলত আমার বাবা আব্দুল বাকের একজন মুক্তিযোদ্ধা। আমরা ওই পরিবারের সন্তান।
আমাদের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টায় দীর্ঘদিন ধরে মরিয়া হয়ে উঠছে ভূমিদস্য নগরীর ৪ নং ওয়ার্ড ভাটিখানা এলাকার সিরাজুলসহ কিছু ভূমিদস্য। আমাদেরকে দুর্বল করতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
মান সম্মানের ভয়ে আমরা বারবার ওদের অত্যাচার সহ্য করে থাকি। মিথ্যা মামলার বিষয়টি আদালত ও অবগত রয়েছে।
জজ কোর্টে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে আমরা ওই মামলা থেকে মুক্তি পাওয়ার কারণে প্রতিপক্ষ সিরাজুল ও তার সহযোগী জমির দালাল রিয়াজুল, সহ কয়েকজন আমাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়, এতে আমার বাবা আব্দুল বারেক ও আমার ভাই শোয়েব আহত হয়। আহতরা বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে আমাদেরকে ফাঁসাতে উল্টা নাটকীয় কায়দায় হামলাকারী সিরাজুল ও রিয়াজ আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
মোঃ সায়েম