• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ২১:৩০ অপরাহ্ণ
বরিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বরিশাল নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলে পাঠানো হয়েছে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেককে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে জেলে পাঠানোর আদেশ দেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী।

এর আগে সোমবার তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে গত ৪ আগষ্ট হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামী হিসেবে সোমবার রাতে সদর রোডের বাটারগলির বাসা থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেককে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
আদালতের জিআরও এনামুল হক বলেন, গ্রেপ্তারী পরোয়ানামুলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জেলে পাঠানোর আদেশ দেন। পরে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....