
বরিশাল বিবির পুকুর পাড়ে সরকারি জমি দখলের পায়তারা, বিভাগীয় কমিশনের বরাবর অভিযোগ
বরিশালে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় নগর প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সচেতন মহল।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় ৯নং ওয়ার্ডের বিবির পুকুরের পূর্ব পাড়ে অবস্থিত প্রাক্তন জেলা প্রশাসকের স্ত্রী নামে নির্মিত জাহানারা হল ঘেঁষে অবৈধ ভাবে টয়লেট ও ভারী স্থাপনা নির্মান করা হচ্ছে। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি এ ধরনের জঘন্য কাজ উভয় পার্শ্বে টিনের বেড়া দিয়ে রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। ১নং খতিয়ানভূক্ত জমিতে এ ধরনের নির্মাণ কাজ অবৈধ ভাবে চলমান থাকায় স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটি নির্মিত হলে এটি, নির্মিত হলে, পাবলিক লাইব্রেরী ও জাহানারা হলের, কয়েক কোটি টাকা মূল্যের জমি বেহাত সহ এলাকার পরিবেশ দূষিত হবে। এছাড়াও টয়লেট নির্মানের স্থানে ইতোপূর্বে সিটি কর্পোরেশন ১৫ লক্ষ টাকা ব্যয়ে একটি ওয়াটার ট্যাঙ্কি ট্যাঙ্কি নির্মাণ করেছে। এটি নির্মিত হলে ঐ ওয়াটার ট্যাঙ্কিটিও বেহাত হবে ও সরকারের সম্পদ বিনষ্ট হবে। এ ট্যাঙ্কের মাধ্যমে ঐতিহ্যবাহী বিবির
পুকুরের ফোয়ারা চালু করা অসম্ভব হয়ে পরবে। তাই সচেতন নাগরিক হিসেবে এ ধরনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে পরিবেশ রক্ষার দাবী জানাচ্ছে।
সচেতন মহলের পক্ষে ২৬ ফেব্রুয়ারি সদর রোডের বাসিন্দা মোস্তফা কামাল খানের দেওয়া ওই অভিযোগের পর অবৈধ স্থাপনা নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সিটি করপোরেশন কর্মকর্তা স্বপন কুমার দাস। তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নগর প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে।