• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের বিয়ে মেনে না নিয়ে নববধূকে শশুর, শাশুড়ির নির্যাতন, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ২০:১৮ অপরাহ্ণ
প্রেমের বিয়ে মেনে না নিয়ে নববধূকে শশুর, শাশুড়ির নির্যাতন, হাসপাতালে ভর্তি

প্রেমের বিয়ে মেনে না নিয়ে নববধূকে শশুর, শাশুড়ির নির্যাতন, হাসপাতালে ভর্তি

 

বাকেরগঞ্জে প্রেমের বিয়ে স্বামীর খোঁজে শ্বশুরবাড়িতে এসে হামলা, নির্যাতনসহ রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ করেছেন জান্নাতুল ফেরদৌসের তিশা নামে এক নববধূ । এমনকি তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। 

শশুর, শাশুড়ি সহ সহযোগীদের হামলায় নববধূ তিশা অজ্ঞান হয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যম কর্মী সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তিশাকে উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।

 

 

তিশা জানান, বাকেরগঞ্জ সাহেবগঞ্জের রঙ্গশ্রী এলাকার কাঞ্চন আলী খানের মেয়ে জান্নাতুল ফেরদৌসী তিশার সাথে চলতি বছরের গত ২১ ফেব্রুয়ারি নিজেদের পছন্দে একই এলাকার কাজী শাহ আলমের ছেলে কাজী মেহেদী হাসানের বিয়ে হয়। বিয়ের সপ্তাহ খানেক পর তিশার স্বামী মেহেদী তার সাথে আর যোগাযোগ রাখেনি। 

দীর্ঘদিন অপেক্ষা করার পর তিশা গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাকেরগঞ্জ তার স্বামীর বাড়িতে আসে। তিশাকে দেখে স্বামীর পরিবারের লোকজন ঘরে উঠতে নিষেধ করে দরজা আটকিয়ে দেয়। 

পর্যায়ক্রমে ঘরে তালা লাগিয়ে তারা চলে যায়। তবুও নববধূ তিশা ঘরের সামনে বিয়ের কাবিননামা নিয়ে বসে থাকলে হঠাৎ তিশার শশুর কাজী শাহ আলম, শাশুড়ি মেহেরুন নেসা বেগম, মামা শ্বশুর ইকবাল হোসেন রনি, রনির স্ত্রী সাখি বেগম, মামাশ্বশুর টিটু সিকদার সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে তিশার উপরে আক্রমণ চালায়। তিশাকে বেদম মারধর নির্যাতন সহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। হামলার আঘাতে তিশার বাম হাতের কাটা ইনজুরি হয়। ছয়টি সেলাই লাগে। তাছাড়া শ্বাসরোধ হত্যা চেষ্টার সময় গলায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

 

তিশা আরও জানান, বিয়ের পূর্বে তিশা মেহেদির সাথে দীর্ঘ ছয় বছর প্রেমের সম্পর্ক ছিল। গত এক মাস পরবে দুজনের পছন্দে বরিশাল বগুড়া রোডের একটি কাজী অফিসে এসে তারা বিয়ে করেন। তিশার স্বামীর পরিবার এই বিয়েকে মেনে নিতে পারেনি। আমাকে ছেড়ে দিতে আমার স্বামীকে তার বাবা-মা জিম্মি করে রেখেছে।তিশার উপর এমন নির্যাতনের দৃষ্টান্ত বিচার দাবি করেন।

এই ঘটনায় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ বিষয়টি জানায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....