• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে বাদী ও তার পরিবারকে ফাঁসাতে থানায় মিথ্যা ডায়েরি করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
বাউফলে বাদী ও তার পরিবারকে ফাঁসাতে থানায় মিথ্যা ডায়েরি করার অভিযোগ

বাউফলে বাদী ও তার পরিবারকে ফাঁসাতে থানায় মিথ্যা ডায়েরি করার অভিযোগ

পটুয়াখালী বাউফল উপজেলার বগায় হত্যা চেষ্টার মামলা থেকে বাঁচতে বাদী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এমনকি তারা আহতের নাটক সাজিয়ে হাসপাতালেও ভর্তি হতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাটকীয়তা বুঝতে পেরে ভর্তি নেয়নি। এমন চাঞ্চল্যকর ঘটনা বাউফলের বগা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

বাদীর পরিবার সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে বাদী বাবুল শিকদারকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ চিহ্নিত ভূমিদস্য রহিম খানের নেতৃত্বে আসামি আবুল হোসেন, সাইফুল, নয়ন,কবির, সুরভী, রেদোয়ান খানসহ একদল সন্ত্রাসী। তাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন। হামলার আঘাতে বাবুল শিকদারের মাথার মস্তিষ্কের চারা, এবং পায়ের বুড়ো আঙ্গুল ভেঙ্গে যায়।দীর্ঘ দশ দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আসে।হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর ৬ নং আসামী রেদওয়ান জামিন চেয়ে পটুয়াখালী বিজ্ঞান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

যে কারণে আসামি পক্ষের স্বজনরা বাদী ও তার পরিবারের উপরে আরো ক্ষিপ্ত হয়ে যায়। পর্যায়ক্রমে বাদী বাবুল শিকদার এবং বাবুলের ছেলে হাসিবুর রহমান, তাদের স্বজন সুলতান মহরি, সুলতান সিকদারের স্ত্রী হাসিনা বেগম, বাবুল শিকদারের স্ত্রী ছকিনা বেগম, মাহবুব শিকদারের ছেলে সিয়াম সহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে প্রতিপক্ষ মোস্তাফিজুর রহমান রেদওয়ান এর স্ত্রী মারিয়া বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মিথ্যা ডায়েরি করে। 

এদিকে মামলা করে বিপাকে বাদী বাবুল শিকদার ও তার পরিবারের সহযোগীরা আসামি ও তার সহজ সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার্স ইনচার্জ আখতারুজ্জামান জানান, থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে, তবে আমরা এটি তদন্ত করে দেখব।

সংবাদটি শেয়ার করুন....