• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল কাউনিয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৯:১৬ অপরাহ্ণ
বরিশাল কাউনিয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন কাগাশুরা এলাকায় জমি বিরোধের জের ধরে আবুল হোসেন নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার চেষ্টায় পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

১৭ মে শনিবার সকাল ছয়টার দিকে হাওলাদার বাড়ির রাস্তার সামনে এ ঘটনা ঘটে। আহতের নাম আবুল হোসেন হাওলাদার, ওই এলাকার মৃত আব্দুল কাদের হাওলাদারের ছেলে ও একজন দিনমজুর।বর্তমানে গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।

আবুল হোসেন জানান, আবুল হোসেনের ক্রয় এবং রেকর্ডকৃত জমি নিয়ে প্রতিপক্ষ সিরাজের ছেলে শহীদুল ইসলাম ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। ৪৭ বছর পূর্বে প্রতিপক্ষ শহীদের বাবা সিরাজউদ্দিন ২ শতাংশ জমি আবুল হোসেনের নিকট বিক্রি করেন। গত দুই তিন বছর ধরে শহীদ ও তার পরিবারের সহযোগীরা আবুল হোসেনের ওই জমি জোরপূর্বক ভোগ দখল করার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসন বিষয়টি অবগত রয়েছেন। কিন্তু প্রতিপক্ষ শহীদ ও তার সহযোগীরা আবুল হোসেনের ক্রয় কৃত জমি দখল করতে মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৮/১১/২৪ ইং তারিখে আবুল হোসেন সহ অন্যান্য দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়াও থানা আদালতে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

গত ১৪ মে ষড়যন্ত্রমূলক আবুল হোসেন সহ তার পরিবারের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি ও করেন শহিদের স্ত্রী লিলি আফরোজ।থানায় ডায়রির বিষয়টি লিলি আফরোজ অবগত করে শনিবার সকালে নারী নির্যাতন মামলা দেওয়ার হুমকি দেয় আবুল হোসেনের পরিবারের বিরুদ্ধে। এতে আবুল হোসেন প্রতিবাদ করলে লিলি আফরোজ ও তার স্বামী শহীদ, তাদের সহযোগী নুরল ইসলাম, মাসুম মোল্লা , জামান হাওলাদার, সহ একদল সহযোগী পরিকল্পিতভাবে আবুল হোসেনের ওপরে অতর্কিত হামলা চালায়। এতে আবুল হোসেনের হাঁটুতে মারাত্মক জখম হয়।

এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ লিলি আফরোজ ইনজুরি দেখিয়ে হাসপাতালে নাটকীয় কাদায় ভর্তি হয়।

সূত্রে আরও জানা যায়, প্রতিপক্ষ শহিদ প্রশাসনের এক পুলিশ কর্মকর্তা দাপুটে আইনের নিয়মকানুন তোয়াক্কা করে না। প্রতিবাদ করতে গেলে হামলা মামলার শিকার হতে হয়।

এদিকে অভিযুক্ত শহীদ জানান, শহীদের জমি নিয়ে আবুল হোসেনের সাথে দ্বন্দ্ব। এটাকে কেন্দ্র করে শহীদের স্ত্রীর উপর হামলা চালিয়েছে আবুল গং।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাত জানান, মারামারি ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....