• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ
বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর বড় বোনের মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকনের(৪১) বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলা করেন ছাত্রীর মা।

ট্রাইব্যুনালের বিচারক মুহা. রাকিবুল ইসলাম মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আসামী সবুজ হোসেন আকন (৪১) বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান আকনের ছেলে ও বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন এ্যাড. তারেক আল ইমরান।

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাদীর বোন পুলিশ কনষ্টেবল। বোন অস্ত্রপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়। তাকে দেখাশোনার জন্য কন্যা এসএসপি পরীক্ষার্থীকে ২০২৪ সালের ২৩ জুলাই ভগ্নিপতি সবুজের গ্রামের বাড়ি বাবুগঞ্জ বকসিরচর গ্রামের বাড়িতে পাঠানো হয়।

তার কন্যাকে মাঝে মাঝে সবুজ বরিশাল কেনাকাটা করতে যেত। কিছুদিন যেতে না যেতে কন্যাকে ভগ্নিপতি সবুজ আকন কুপ্রস্তাব দেয়। এতে কন্যা রাজি না হলে তাকে খুন করার ভয়ভীতি দেখিয়ে আসামি সবুজ বরিশাল নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষন করে। বিভিন্ন সময় বাদী ও তার কন্যাকে হত্যার হুমকি দেয়।

স্কুল ছাত্রী (১৫) অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ২১ নভেম্বর আমি নির্যাতিত হয়ে মায়ের কাছে ফিরে আসি। এ সময় খালু সবুজ আকন নোটারী পাবলিকের মাধ্যমে একটি ভূয়া কামিননামা তৈরী করে স্ত্রী হিসেবে দাবি করে।

পরে তাকে নিয়ে যাওয়ার জন্য গৌরনদী উপজেলার গেরাকুল বাড়িতেও আসে। বিভিন্ন সময় তার ক্যাডার বাহিনী নিয়ে অপহরনেরও চেষ্টা করে। সবুজ আকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ/চ

সংবাদটি শেয়ার করুন....