• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার সাবেক এমপি জ্যাকব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪, ১৩:৩৫ অপরাহ্ণ
ভোলার সাবেক এমপি জ্যাকব গ্রেফতার

বার্তা ডেক্স

বিএনপি নেতাকর্মীদের উপর গুলির অভিযোগে গোলাপ চাঁদ চরফ্যাশন মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব কে ঢাকা গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।ঢাকা মহানগর পুলিশ এক বার্তায় জানিয়েছে , সাভার থানার একটি মামলায় আওয়ামী লীগের এই সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১২ সালে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলির অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা করা হয়, যেখানে জ্যাকবও আসামি।

ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম আদালতে ওই মামলার আবেদন করলে বিচারক এসএম সাইফুল ইসলাম তার জবানবন্দি শুনে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। সে সময় পুলিশ তাদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে এবং গুলি চালায়। তাতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

শেখ হাসিনা ও জ্যাকব ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ওসি আসাদুজ্জামানকে এ মামলায় আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....