
স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ পুলিশ সদস্যর বিরুদ্ধে
ঝালকাঠি নলছিটি উপজেলার দপদপিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রী তাসমিয়া নওরিন অর্থিকে দফায় দফায় অমানসিক নির্যাতন সহ শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ আছে স্বামী পুলিশ সদস্যর বিরুদ্ধে।
গত রবিবার রাত দশটা ও গভীর রাত তিনটার দিকে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।আহত অর্থীর বাবার বাড়ির লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।
অর্থি জানান, পাঁচ বছর পূর্বে নিজেদের পছন্দে দপদপিয়ায় এলাকার আলম শিকদারের মেয়ে অর্থী একই এলাকার বাবুল মাঝির ছেলে পুলিশ সদস্য আল মাহমুদ শাওনের সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সাড়ে তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী আল মাহমুদ যৌতুক চেয়ে আসছে অর্থি ও তার পরিবারের কাছে।
তাছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় তুচ্ছ বিষয় পারিবারিকভাবে ঝগড়া লেগেই থাকত। কথায় কথায় স্বামী মাহমুদ স্ত্রী কে শারীরিক মানসিক নির্যাতন করতো। একাধিকবার এমন নির্যাতন হতে থাকলেও সন্তানের কথা ভেবে বারবার স্ত্রী অর্থী মুখ বুঝে সহ্য করে নিরবতা পালন করে আসছে।
আল মাহমুদ- স্ত্রীকে তার কাছ থেকে ডিভোর্স দিয়ে চলে যেতে বলেন। কিন্তু অর্থী প্রতিবাদ করলে তার উপরে চড়াও হয় এবং মোটা অংকের যৌতুক দাবি করে। আর এটাকে কেন্দ্র করে রবিবার রাত দশটা ও গভীর রাত তিনটার দিকে ঘরের মধ্যে আটকিয়ে মধ্য যুগের কায়দায় বেদম মারধর করে সারা শরীরে দাগ বানিয়ে রক্তাক্ত জখম করে । পূর্বে ও একাধিকবার গৃহবধূ অর্থিকে নির্যাতন করে আসলেও তা পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল।অর্থি কে নির্যাতন করার চিত্র পুলিশ কর্মকর্তারা দেখে চমকিয় যান। চিকিৎসা নিয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেয়। স্বামী আল মাহমুদ বর্তমানে বাকেরগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছে।অর্থীর পরিবার এমন অমানসিক নির্যাতনের ঘটনায় বিচার দাবি করেন।
এ ঘটনায় নলছিটি থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সালাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।