• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালিতে বিধবা ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ
কাউখালিতে বিধবা ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলার কাউখালী থানা এলাকায় বসতবাড়ি দখলের প্রতিবাদে বিধবা ও তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১৪ অক্টোবর বিকেল পাঁচটার দিকে উপজেলার নিলতি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই এলাকার মৃত আযিযুর রহমানের স্ত্রী বিধবা খাদিজা আক্তার রুনু বেগম এবং তার প্রতিবন্ধী ছেলে আল মামুন হিমেল।
স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রুনু বেগমকে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রুনু বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত রনু বেগম জানান, রুনু বেগম ও তার পরিবারের লোকজন দীর্ঘ অনেক বছর ধরে ঢাকায় বসবাস করেন। বর্তমানে বসবাসের জন্য বাড়িতে আসলে প্রতিপক্ষ রিকশাচালক ফারুকের ছেলে পারভেজ, ও তার সহযোগীরা রুনু বেগমদের বসতবাড়ি ঘর জবর দখলের চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে রুনু ও তার ছেলে হিমেলকে বাড়ি থেকে উৎখাত সহ বিভিন্ন ভয়-ভীতি প্রাণনাশের হুমকি দেয়।

এসব ঘটনা বিধবা রুনু বেগম প্রতিবাদ করলে ঘটনার দিন সোমবার বিকেল পাঁচটার দিকে পারভেজ, তার বোন স্মৃতি তার মা, এবং কিশোর গ্যাং সিয়াম সহ অজ্ঞাত কয়েকজন হত্যার চেষ্টায় বিধবারর ছেলে হিমেলের উপরে হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে বাঁচাতে মা রুনু বেগম আসলে তাকে পিটিয়ে আহত করেন পারভেজ সহ অন্যান্য সহযোগীরা।

এছাড়া পার্শ্ববর্তী রাজিয়া সহ অজ্ঞাত নামা সহযোগীরা প্রায় সময় বিভিন্নভাবে অশালীন আচরণ করে। বর্তমানে বিধবা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

সংবাদটি শেয়ার করুন....