• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফল নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হলেন জেলার নূর মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৫, ১৪:৪৪ অপরাহ্ণ
বাউফল নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হলেন জেলার নূর মোহাম্মদ

বাউফল নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হলেন জেলার নূর মোহাম্মদ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলার নূর মোহাম্মদ মৃধা।

নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বুধবার (০৮ জানুয়ারি, ২০২৫) বরিশাল শিক্ষাবোর্ড এ এডহক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্য হলেন- জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি রাহিমা বেগম, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য পারভীন আক্তার এবং সদস্য সচিব প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।

জেলার নূর মোহাম্মদ মৃধা নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার খবরে ছাত্র-ছাত্রী-অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে খুশির উৎসব পরে গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের নিষ্ঠুর শাসনামলে ‘বিশ্বাস পরিবার খ্যাত’ আনিস, কামাল, লাভলু, মামুনগংরা সর্বত্র লুটেপুটে খেয়েছে । যার ফলশ্রুতিতে সমগ্র ইউনিয়নের শিক্ষার মানদন্ড ভেঙে পরছে।

অভিযোগ রয়েছে, স্কুলের ১৭৮ শতাংশ জমির বেশকিছু অংশ জবর দখল করে রেখেছে ভূমিখেকোরা। তাই স্কুলে শিক্ষা এবং খেলাধুলার মান্নোয়ন, স্কুলের বেহাত হওয়া জমি উদ্ধারে দক্ষ এবং অভিজ্ঞ অভিভাবকের ভূমিকা পালন করবেন নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ মৃধা।

এ ব্যাপারে জেলার নূর মোহাম্মদ মৃধা বলেন- এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ যে আশা এবং ভরসা নিয়ে আমাকে ওই স্কুলের সভাপতি নির্বাচিত করেছেন আমি সেই আশা-ভরসার জায়গা থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।
সংবাদটি শেয়ার করুন....